মুগদায় বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২০, ২০:৫২
অ- অ+
প্রতীকী ছবি

রাজধানীর মুগদা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. জুয়েল মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে মুগদার মদিনাবাগের পাগলচাঁন হোটেলের নতুন ১০ তলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

মৃত জুয়েল মিয়া একজন বৈদ্যুতিক মিস্ত্রি। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।

মৃত জুয়েল মিয়ার সহকর্মী মো. শহিদ বলেন, জুয়েল মিয়া ওই ভবনের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক কাজ করছিল। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শক খেয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিকাল সোয়া পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক আবদুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জুয়েলের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ঢাকাটাইমস/০৫জুন/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন
শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে লঙ্কানরা
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা