ইতালিতে একদিনে প্রাণহানি ৭২

কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো
  প্রকাশিত : ০৬ জুন ২০২০, ২৩:৩৯| আপডেট : ০৬ জুন ২০২০, ২৩:৪২
অ- অ+

করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিতে শনিবার ৭২ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ৩৩ হাজার ৮৪৬ জন। শনিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ২৯৭ জন। এ নিয়ে দেশটিতে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৬৫ হাজার ৭৮ জন।

শনিবার ভাইরাস শনাক্ত হয়েছে ২৭০ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত দুই লাখ ৩৪ হাজার ৮০১ জন। আইসিইউতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ২৯৩ জন।

দেশটিতে এখনো চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৫ হাজার ৮৭৭ জন বলে জানিয়েছে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি। তিনি বলেন, জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।

দিনে দিনে আক্রান্ত এবং মৃত্যের সংখ্যা কমতে থাকায় করোনা থেকে খুব শিগগির মুক্তির আশা দেখছে ইতালির ছয় কোটি জনগণ। এ সময় ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পরিস্থিতি নজরে রাখছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। করোনা বিপর্যয় কাটিয়ে ক্রমে সেই আগের কর্ম চাঞ্চল্যে ফিরে যেতে শুরু করেছে ইতালি।

এদিকে ১২ জুন কোপা ইতালিয়ার মধ্য দিয়ে আবার মাঠে ফিরছে ইতালির ফুটবল। আগামী ১২-১৩ জুন সেমিফাইনাল এবং ১৭ জুন কোপা ইতালিয়ার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/৬জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা