করোনা আক্রান্তের শীর্ষে ঢাকা ও চট্টগ্রামের শিক্ষকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুন ২০২০, ২৩:২৫

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন করোনা আক্রান্ত শিক্ষকদের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। দুই বিভাগেই করোনা আক্রান্ত শতাধিক শিক্ষক।

বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সারাদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন করোনা আক্রান্ত শিক্ষকদের মধ্যে ঢাকায় ৫১ জন চট্টগ্রামে ৫১ জন, সিলেটে ১৪,বরিশালে ৮, রংপুরে ৬, ময়মনসিংহে ৬, রাজশাহীতে ৫ এবং খুলনায় চারজন।

এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। এরমধ্যে ১১৭ জন শিক্ষক, সাতজন শিক্ষার্থী, ১৩ জন কর্মকর্তা এবং আটজন কর্মচারী। আক্রান্তদের মধ্যে একজন শিক্ষক মারা গেছেন।

করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭ জন। গত ২৪ ঘণ্টায় ১০ জন নতুন করে আক্রান্ত হয়েছে আর সুস্থ হয়েছেন দুজন। ওয়েবসাইটে আক্রান্ত সবার নাম, পদবি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঠিকানা এবং বর্তমান অবস্থার বিবরণ দেয়া রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষার করোনা আপডেট পেতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.dpe.gov.bd) ‘করোনা আপডেট’ এ ক্লিক করতে হবে। প্রতি ২৪ ঘণ্টায় তথ্য আপডেট করা হয় বলে জানিয়েছে অধিদপ্তর।

এর আগে চলতি মাসের ২ তারিখে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্তদের তালিকা চেয়ে আট বিভাগের বিভাগীয় উপ-পরিচালকদের চিঠি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ওই চিঠিতে বলা হয়, করোনা মহামারিতে অধিদপ্তরের আওতায় কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা আক্রান্ত হলে নির্দিষ্ট ছকে তাদের তথ্য অধিদপ্তরে পাঠাতে হবে প্রতিদিন।

উপ-পরিচালকরা প্রতিদিন বেলা ২টার মধ্যে মহাপরিচালক বরাবর নির্দিষ্ট তথ্যগুলো ই-মেইলে পাঠাবেন উল্লেখ করে আদেশে আরও জানানো হয়, আক্রান্ত কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষকদের তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রতিদিন প্রকাশ করা হবে। ওই চিঠি প্রেরণের এক সপ্তাহ পর ওয়েবসাইটে তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

(ঢাকাটাইমস/১০জুন/টিএটি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :