সাতক্ষীরায় স্ত্রীর ইটের আঘাতে প্রাণ গেল স্বামীর

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২০, ১৯:৩৩
অ- অ+

পারিবারিক কলহের জের ধরে সাতক্ষীরার আশাশুনিতে স্ত্রী তার স্বামীকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার প্রতাপনগর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের স্ত্রী শাহেদা খাতুনকে গ্রেপ্তার করেছে।

নিহতের নাম আরশাদ আলী গাজী (৫০)। তিনি আশাশুনির প্রতাপনগর গ্রামের মৃত ফকির গাজীর ছেলে।

নিহতের ভাই আব্দুল জলিল জানান, রাত ১০টার দিকে গরুর খাবার দেওয়া নিয়ে আরশাদ গাজী তার স্ত্রী শাহেদা খাতুনকে বকাবকি করে। এতে ক্ষুব্ধ শাহেদা পাশে থাকা ইট দিয়ে তার স্বামীর মাথা ও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আরশাদ গাজী মারা যায়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে নিহতের স্ত্রী শাহেদা খাতুন তার স্বামীকে ইট দিয়ে মাথায় আঘাত করায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে নিহতের স্ত্রী শাহেদা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই জলিল গাজী বাদী হয়ে শাহেদা খাতুনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।

(ঢাকাটাইমস/১১জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নেতার ছেলে এনসিপি-কর্মীর গাড়িচাপায় নিহত ১ আহত ৬, ষড়যন্ত্রের অভিযোগ
পুলিশের নয় কর্মকর্তাকে বদলি
ভারতের উত্তরাখণ্ডে মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে মৃত্যু ৬, আহত অনেকে
শক্তিশালী বাংলাদেশ গঠন করতে চাইলে নতুন সংবিধান বানাতে হবে: নাসির উদ্দিন পাটোয়ারী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা