বাংলাদেশে ঢুকে আটক অস্ত্রসহ মাতাল বিএসএফ সদস্যকে ফেরত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২০, ২২:৪৪| আপডেট : ০৩ জুলাই ২০২০, ২২:৪৬
অ- অ+

অস্ত্রসহ মাতাল অবস্থায় বাংলাদেশে প্রবেশের পর আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চাঁনশিকারী সীমান্ত এলাকা দিয়ে বিএসএফের ওই সদস্য বাংলাদেশে ঢুকে পড়ার পর স্থানীয় বাসিন্দারা তাকে বিজিবির হাতে তুলে দেয়।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বিএসএফ সদস্য ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের আলিপুর ক্যাম্পের সদস্য আসাদ আলীকে হস্তান্তর করে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে মেইন পিলার-১৯৮/১-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগানে ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের ১ জন সদস্যকে অস্ত্রসহ মাতাল অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

তারা বিএসএফ সদস্যকে আটক করে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চাঁনশিকারী বিওপির নিকট হস্তান্তর করে। চাঁনশিকারী বিওপি উক্ত বিএসএফ সদস্যকে অস্ত্রসহ শারীরিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৩জুলাই/প্রতিনিধি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা