সাভারে বাসচাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ১২:৪৭
অ- অ+

সাভারে বাসচাপায় সুরাইয়া বেগম (৪০) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া বেগম মানিকগঞ্জ জেলার আঁটিগ্রামের আব্দুর সাত্তার খানের মেয়ে। তিনি সাভারের বলিয়ারপুর নগরকোন্ডা এলাকায় স্বামী মো. আলমের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় অবনী ফ্যাশন গার্মেন্টে কাজ করতেন।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো গার্মেন্টেসে যাচ্ছিলেন তিনি। পথে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাসস্ট্যান্ডের সড়ক পারাপারের চেষ্টা করছিলেন। এসময় অগ্রদূত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সুরাইয়াকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন জানান, নিহতের পরিবারে খবর জানানো হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকাটাইমস/৫জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেক্সাসে হঠাৎ ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু শিশু
আন্দোলন এখন গলার কাঁটা, দিন কাটাচ্ছেন বহিষ্কার আর দুদক আতঙ্কে এনবিআর কর্মকর্তারা
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা