চাঁদপুরে আরো ১৯ জনের করোনা শনাক্ত

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০২০, ২১:৩২

চাঁদপুর জেলায় আরো ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন রোগীসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১২০ জনে। এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫ জন। সোমবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০৪ জন।

মঙ্গলবার বিকালে চাঁদপুর সিভিল সার্জন শাখাওয়াত উল্লাহ জানান, ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৫৫টি। এর মধ্যে পজিটিভ ১৯টি এবং নেগেটিভ রিপোর্ট ৩৬টি। নতুন শনাক্ত ১৯ জনের মধ্যে চাঁদপুর সদরের ১০জন, হাইমচরে চারজন, মতলব দক্ষিণে চারজন এবং মতলব উত্তরে একজন।

মঙ্গলবার পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত দাঁড়িয়েছে এক হাজার ১২০ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৪৪৯, হাইমচরে ৮৩, মতলব উত্তরে ৭৪, মতলব দক্ষিণে ১২৬, ফরিদগঞ্জ ১২১, হাজীগঞ্জ ১১১, কচুয়া ৫০ ও শাহরাস্তিতে ১১৯জন।

আজকে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত মৃত্যের সংখ্যা ৬৫জন। এর মধ্যে চাঁদপুর সদরে ১৯ জন, ফরিদগঞ্জে নয়জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তি চারজন, কচুয়া পাঁচজন, মতলব উত্তরে আটজন, মতলব দক্ষিণে তিনজন ও হাইমচরে একজন।

(ঢাকাটাইমস/৭জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :