বাসা লকডাউনের আগেই পালিয়েছে করোনা রোগী!

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২০, ১৬:৪০
অ- অ+

মৌলভীবাজারের বড়লেখায় করোনা আক্রান্ত এক ব্যক্তির বাসা লকডাউন করতে গিয়ে জানা গেল তিনি পালিয়েছেন। বৃহস্পতিবার সকালে হাসপাতালের পক্ষ থেকে বাসা লকডাউনে গেলে আক্রান্ত ওই রোগীকে বাসায় পাওয়া যায়নি।

আক্রান্ত ব্যক্তির বাসা উপজেলার পৌরসভার হাটবন্দ এলাকায়। তিনি বড়লেখায় হামদর্দ ল্যাবরেটরিজের (ওয়াকফ) হাকিম হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপসর্গ থাকায় ৫ জুলাই তিনি বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য নমুনা দেন। বুধবার রাতে ওই ব্যক্তিসহ তিনজনের নুমনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে। ফোনে বিষয়টি তাকে জানানো হলে সকালে উঠে তিনি পালিয়ে ঢাকায় চলে যান। বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তির বাসা লকডাউনের জন্য হাসপাতালের লোকজন গেলে তাকে পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস শুক্রবার দুপুরে ঢাকা টাইমসকে বলেন, আমরা হামদর্দের ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন আক্রান্ত ব্যক্তিকে ঢাকায় তাদের প্রতিষ্ঠানের আইসোলেশনে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১০জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা