ভারতীয় নির্মাতার বিরুদ্ধে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ বাংলাদেশি নায়িকার

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১১ জুলাই ২০২০, ০৯:৫৫
অ- অ+

হোটেলে দেখা করলে, সঙ্গে একরাত কাটালে মিলবে কলকাতার ছবিতে কাজ করার সুযোগ। কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতনামা এক পরিচালকের বিরুদ্ধে এমনই কুপ্রস্তাব দেয়ার অভিযোগ এনেছেন বাংলাদেশি অভিনেত্রী শান্তা পাল। যদিও তিনি ওই পরিচালকের নাম উল্লেখ করেননি।

অভিনেত্রী শান্তা পাল সংবাদমাধ্যমকে জানান, ‘ওই পরিচালকের সঙ্গে আমার আগে আলাপ হয়নি। উনিই প্রথম আমার সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করেন। প্রথমে উনাকে চিনতে পারিনি। তখন উনি আমাকে গুগল সার্চ করে ‘রাজা রানী রাজি’, ‘পাগলু’, ‘বিন্দাস’, ‘নাকাব’ সহ ওনার বেশ কয়েকটি জনপ্রিয় ছবি দেখতে বলেন। ওনার পুরনো ছবির শ্যুটিংয়ের কয়েকটা ছবিও আমাকে পাঠান।’

অভিনেত্রী বলেন, ‘এরপর ওনার সঙ্গে আমার কথা হয়। তিনি বলেন, আমাকে নাকি তার পছন্দ হয়েছে। তখন আমি চিত্রনাট্য ও ছবির কন্ট্রাক্ট পাঠাতে বলি। উনি আমাকে হোটেলে রাত কাটানোর প্রস্তাব দেন। বলেন, ওই প্রস্তাবে রাজি হলে তবেই তার ছবিতে কাজের কথা নিশ্চিত করবেন। আমি সরাসরি না করে দেই। এমনকি আমার কাছ থেকে আপত্তিকর ছবিও চেয়ে পাঠান, তাতেও আমি স্পষ্ট না বলি।’

ম্যসেঞ্জারে খ্যাতনামা ও পরিচালকের সঙ্গে কথাবার্তার কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন অভিনেত্রী শান্তা পাল। এমনকি অভিযোগকারী হিসাবে তার নাম ও ছবি ব্যবহারেও তার কোনো সমস্যা নেই বলে জানান। কলকাতায় শুটিংয়ে গেলে সেখানকার অ্যাসোসিয়েশনে তিনি এ ব্যাপারে অভিযোগ জানাবেন বলেও উল্লেখ করেন।

তবে অভিনেত্রী কারও নাম উল্লেখ না করলেও অভিযোগের আঙুল ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রথম ও সাবেক স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের দিকে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম তার ছবিসহ খবরও ছেপেছে। তাছাড়া অভিনেত্রী শান্তাকে যে ছবিগুলো দেখতে বলা হয়েছে, সেগুলোর পরিচালকও রাজীব।

কাজের ক্ষেত্রে এই মুহূর্তে কলকাতা-বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি ছবি রয়েছে শান্তার হাতে। সেখানে তিনি অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক অঙ্কুশ হাজরার সঙ্গে। ওই ছবির কাজে শিগগিরই তিনি কলকাতায় যাবেন। শান্তা বলেন, ‘এর আগে কখনও কলকাতার ছবিতে কাজ করিনি। একটি তেলুগু ছবিতেও কাজ করার কথা রয়েছে আমার।’

ঢাকাটাইমস/১১জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
বাংলাদেশি তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
সরকার অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, প্রত্যাশা তারেক রহমানের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা