সিলেটে শ্রমিক নেতা হত্যার ঘটনায় মামলা, সড়ক অবরোধ

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২০, ১৬:১৯
অ- অ+

সিলেট জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন হত্যার ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার সকালে নিহতের স্ত্রী ফারজানা আক্তার তমা দক্ষিণ সুরমা থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন ওসি খায়রুল ফজল।

ওসি বলেন, মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরো পাঁচ-সাতজনকে আসামি করা হয়েছে।

ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত স্থানীয় বরইকান্দি ইউনিয়নের বাসিন্দা নোমান আহমদ নামে এজাহার নামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

শুক্রবার রাত সাড়ে ১০টায় পূর্ব বিরোধের জের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে ইকবাল হোসেন রিপনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার প্রতিবাদে রাত ১১টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ইকবাল হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার সকাল থেকে সিলেটের সবগুলো সড়কের প্রবেশমুখে অবরোধ করে রেখেছেন শ্রমিকরা।

ফলে সিলেট থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী কোনো ধরনের যানবাহন ছেড়ে যাচ্ছে না। সিলেটে প্রবেশ করতে পারছে না কোন যানবাহন।

শ্রমিকরা জানিয়েছেন, শনিবারের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে রবিবার থেকে সারা দেশে অবরোধের ডাক দেয়া হবে।

(ঢাকাটাইমস/১১জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে কোনো জঙ্গি নেই : ডিএমপি কমিশনার
মুরাদনগরের ওসি, কথিত সাংবাদিক ও যুবলীগ নেতাকে দিয়ে বিএনপির নাম জড়ানো হয়: কায়কোবাদ
‘দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না আওয়ামী লীগ’
হাসিনা-রেহানা জয়-পুতুলের নামে সমন বিজ্ঞপ্তির নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা