করোনায় মারা গেলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার মিজানুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২০, ১১:১০
অ- অ+

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান। সোমবার ভোরে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিএমপির এই উপ-পুলিশ কমিশনার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৮ জুন থেকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানেও তার অবস্থার অবনতি হতে থাকে। সবশেষ আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

২২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে যোগ দেন মো. মিজানুর রহমান।

চট্টগ্রামের আগে তিনি ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকাটাইমস/১৩জুলাই/এসএস/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদারীপুরে উচ্চ শব্দে হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১০
সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ
রংপুরে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা