মাদারীপুরে উচ্চ শব্দে হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৫, ১২:৪৩
অ- অ+

মাদারীপুরের কালকিনিতে উচ্চ শব্দে হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার (১২ মে) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, বিকেলে কালকিনি থেকে ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস চালাচ্ছিলেন চালক অহিদুল ব্যাপারী। বাসটি রেন্ডিতলা এলাকায় হর্ন দিলে তা শুনে মোটরসাইকেল আরোহী মেহেদি ঘরামী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে মেহেদির স্বজনেরা বাসটিকে ধাওয়া দিয়ে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে চালক অহিদুলকে মারধর করে।

স্থানীয়রা জানান, চালক অহিদুল ব্যাপারী কালকিনির ভুরঘাটা মজিদবাড়ি এলাকার আক্কেল ব্যাপারীর ছেলে এবং মেহেদি ঘরামী পাশের উত্তর রাজদী এলাকার জলিল ঘরামীর ছেলে। পাশাপাশি এলাকায় বসবাস করায় মুহূর্তেই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন রয়েছে।’

(ঢাকাটাইমস/১৩ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনার দাম কমে একদিন পরই বাড়লো, ভরি ১৬৯১৮৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
গরমে কাঁচা আম খাওয়ার স্বাস্থ্যগুণ জানলে চমকে উঠবেন
মধ্যরাত থেকে গাজায় তীব্রতর হামলা, নিহত ৫১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা