মনোহরদীতে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২০, ০০:৩০
অ- অ+

নরসিংদীর মনোরহদীতে আমানত হোসেন (৮) এবং মাহফুজ (৬) নামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার কাচিকাটা ইউনিয়নের দক্ষিণ বারুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু আমানত হোসেন ওই গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে এবং কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। মাহফুজ একই গ্রামের মনির হোসেনের ছেলে এবং একই বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের ছাত্র।

কাচিকাটা ইউপি চেয়ারম্যান মো. মোবারক হোসেন খান কনক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে শিশু দুটি নিজ বাড়ির পাশে খেলা করছিল। দীর্ঘক্ষণ পরও তারা বাড়ি ফিরেনি। তাদের না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। বিকালে বাড়ির পাশে ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। পরে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ডোবা থেকে শাপলা ফুল আনতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা