মাগুরায় আরো ১২ জনের করোনা শনাক্ত, যুবকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০২০, ২২:৫৯

মাগুরায় নতুন করে আরো ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার মাগুরা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৪৬ জন। অন্যদিকে, মঙ্গলবার রাতে করোনা আক্রান্ত লিটন হোসেন (৩২) নামে এক যুবক মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন।

সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, বুধবার নতুন করে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে পৌরসভায় ৯ জন, শ্রীপুর উপজেলার ২ জন ও শালিখা উপজেলা হাসপাতাল কোয়ার্টারের ১ জন বাসিন্দা রয়েছে। নতুন আক্রান্তসহ হোম আইসোলেশনে আছে ১৫১ জন। উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে পাঠানো হয়েছে ৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭৫ জন। মাগুরা সদর হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে লিটন হোসেন নামে এক যুবক মঙ্গলবার রাতে মারা গেছে। তার বাড়ি মাগুরা পৌরসভার রায়গ্রামে। লিটন রবিবার করোনায় আক্রান্ত হয়ে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার তার অবস্থার অবনতি হলে বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে সে মারা যায়। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছে ৯ জন।

(ঢাকাটাইমস/২২জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :