ঈদে মাবরুর রশীদ বান্নাহর ১৪ নাটক

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২০, ১১:৪২
অ- অ+

এই প্রজন্মের নামকরা নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। কল্পনায় তিনি দেখেন স্থান, সময়, এমনকী প্রতিটি দৃশ্যেই আনুষঙ্গিক কী কী উপাদান রয়েছে। বুঝে নেন সংলাপের অর্থ এবং গভীরতা। গল্পের মেজাজ, সূর এবং সেই মর্মেই কাস্টিং-শুটিং। সর্বোপরি, হাজারো বিষয়ের সঠিক অংক কষা এবং প্রয়োগ। শুধু নিজে বুঝলেই চলবে না, সবাইকে তা বোঝানোর দায়িত্বটিও পালন করেন সুনিপুণভাবে।

প্রতিটি উৎসবেই একাধীক ভিন্নধর্মী কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হন বান্নাহ। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। এই ঈদে ১৪টি নাটক দর্শকদের উপহার দিচ্ছেন তিনি। সেগুলোর মধ্যে একটি ‘অ্যা বেটার লাভ স্টোরি’। তাহসান রহমান খান এবং সাফা কবির অভিনীত এই নাটকটি দেখা যাবে বাংলাভিশন এবং ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

মাকে নিয়ে নির্মিত তাহসান ও মনিরা মিঠু অভিনীতি ‘আই মিস ইউ মা’ নাটকটি দেখা যাবে বাংলাভিশন এবং লুমিনো পিকচার্সের ইউটিউব চ্যানেলে। জোভান ও সাবিলা নূর অভিনীত ‘মধ্যবিত্ত হওয়াটাই পাপ’। মারজুক রাসেল , এলেন শুভ্র অভিনীত ‘আমার অপরাধ কী?’। শহিদুজ্জামান সেলিম এবং এলেন শুভ্র অভিনীত ‘বাপরে, বাপ!’। জোভান এবং তাসনুভা তিশা অভিনীত ‘সাহেব, বিবি ও চোর’ । জোভান, সাবিলা নূর অভিনীত ‘ডেট রুম’। এই নাটকগুলো প্রকাশিত হবে লুমিনো পিকচার্সের ইউটিউব চ্যানেলে।

তৌসিফ, সাবিলা নূর অভিনীত নাটক ‘বায়না’। সরোয়ার টিউব তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে এই নাটকটি। ‘শ্বশুর সাহেবের আগমন’- এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাবিলা নূর সহ অনেকে। এটি প্রচারিত হবে বাংলাভিশনে। পাশাপাশি জি সিরিজের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে নাটকটি। মোশাররফ করিম, শায়লা সাবি অভিনীত ‘বাঞ্জনবর্ণ’ প্রচারিত হবে আরটিভিতে।

এছাড়া আরফান নিশো ও তানজিন তিশা অভিনীত ‘ব্লাইন্ড বার্ডস’, সৈয়দ জামান শাওন ও টয়া অভিনীত ‘দায়িত্ব’, সৈয়দ জামান শাওন ও পার্সা ইভানা অভিনীত ‘ডিপ্রেসড জেনারেশন’ এবং মুশফিক ফারহান ও উর্মিলা শ্রাবন্তী কর অভিনীত ‘হ্যাপি ম্যারেজ এনিভার্সারি’ প্রচারিত হবে বিভিন্ন চ্যানেলে।

ঢাকাটাইমস/২৮জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
কাকরাইল মোড়ে জবি শিক্ষক-শিক্ষার্থীরা, দুপুরে গণঅনশন
সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার
কমিউনিটি ব্যাংক-অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুইটস ও পিটাস্টপের সঙ্গে চুক্তি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা