পিসিবিতে চাকরি পেলে পাক ক্রিকেটের চেহারা বদলে দেবেন শোয়েব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২০, ১৭:০৭
অ- অ+

বরাবরই উত্তপ্ত মন্তব্যের মাধ্যমে খবরের শিরোনাম হন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। সমালোচনা করতে গিয়ে নিজের দেশের ক্রিকেট বোর্ডকেও ছাড় দিতে পিছপা হন না ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই ডানহাতি। আবারো পিসিবির সমালোচনায় মত্ত হয়ে জানালেন, পাক বোর্ডে চাকরির সুযোগ পেলে পাকিস্তান ক্রিকেটের চেহারা বদলে দিতেন তিনি।

পাকিস্তানের একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান শোয়েব। সমালোচনা করেন পিসিবির ব্যবস্থাপনা নিয়েও। শোয়েব বলেন, ‘অনেক অব্যবস্থাপনার মধ্যে চলছে পিসিবি। ভালো মানুষদের যতই দূরে রাখা হবে, ততই পতনের দিকে যাবে ক্রিকেট। এহসান মানি (পিসিবিপ্রধান) কার্যকর, তবে তিনি আগ্রাসী নন। এখানে সামনে এগিয়ে যাওয়ার মতো আগ্রাসী কাউকে খুব প্রয়োজন।’

এরপর পিসিবিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করে পাকিস্তানি তারকা বলেন, ‘আমি পিসিবিতে কাজ করার সুযোগ পেলে বিদেশি বিনিয়োগ আনব। একদম স্বাধীনভাবে কাজ করব আমি। নিশ্চিত করব যেন কেউ আমাকে ফোন করে তাদের ছেলেকে দলে নিতে না বলতে পারে।’

শোয়েব আরো বলেন, ‘৩০ জন ক্রিকেটারকে আমি তৈরি করে তুলব, যাদের মানসিকতা হবে আমার মতো। আমি তাদের মহাতারকা করে তুলব। প্রধান নির্বাচক হলে আমি স্থানীয় নির্বাচকদের আরো ক্ষমতা দেব, যেন সব জায়গা থেকে প্রতিভা বেরিয়ে আসে। লোকে বলে পাকিস্তানে নাকি প্রতিভা নেই, সব ফালতু কথা।’

বর্তমানে পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন ইউনিস খান। এই পদে ইউনিস যোগ্য নন বলে মনে করেন শোয়েব, ‘ইউনিস খানেকে ব্যাটিং কোচ বানানো ভুল হয়েছে। জাতীয় ক্রিকেট একাডেমিতে ক্রিকেটার তৈরির দায়িত্ব দেওয়া উচিত তাকে। আর পাকিস্তানের ব্যাটিং কোচ করা উচিত মোহাম্মদ ইউসুফকে।’

(ঢাকাটাইমস/০২ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
চীন থেকে তড়িঘড়ি যে কারণে দেশে ফেরেন শেখ হাসিনা, কিন্তু…
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা