মায়ের একদিন পর বাবা হারালেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তানের’ সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২০, ১৪:১৫
অ- অ+

মা মারা যাওয়ার একদিন পর বাবাকেও হারালেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির।

বুধবার সকালে রাজধানীর পপুলার হাসপাতালে মারা যান হুমায়ুন কবিরের বাবা বীর মুক্তিযোদ্ধা আলি আজম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বিকালে তাকে কুমিল্লার দেবীদ্বারে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

এর আগে সোমবার রাতে মারা যান হুমায়ুন কবিরের মা রত্নগর্ভা হাসেনা বেগম। ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১০নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা আলি আজম মৃত্যুকালে চার পুত্র, এক কন্যা, নাতি-নাতনি ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

আলি আজমের বড় ছেলে সফিকুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, দ্বিতীয় ছেলে হুমায়ুন কবির ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির সভাপতি, তৃতীয় ছেলে ওমর ফারুক কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি, চতুর্থ ছেলে মনিরুল ইসলাম দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক। কন্যা কুহিনূর আক্তার গৃহিনী।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা, সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সী, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ন্যাপ (মোজাফ্ফর) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমেনা আহাম্মেদ, ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন, সাবেক সচিব নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কুমিল্লা উত্তর জেলার সাবেক সভাপতি মুস্তাকুর রহমান ফুল মিয়া, আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা কমিটির সদস্য ও সাবেক দেবীদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একেএম সফিকুল আলম কামাল, আ.লীগ কুমিল্লা উত্তর জেলা কমিটির সদস্য ও ঢাকা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা মহানগর কমিটির সভাপতি নুরুজ্জামান ভুট্টু, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান তরিকুর রহমান জুয়েল, দেবীদ্বার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযেদ্ধা রফিকুল ইসলাম, বাংলাদেশ যুব ইউনিয়ন কুমিল্লা জেলা সভাপতি একেএম মিজানুর রহমান কাউছার প্রমুখ।

(ঢাকাটাইম/০৫আগস্ট/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা