ঝড়ে ডুবে গেল নৌকা, প্রাণ হারাল দুই বোন

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২০, ২১:৫৬
অ- অ+

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা হলেন জগন্নাথপুর গ্রামের বেল্লাল হোসেনের দুই শিশু কন্যা জয়নব খাতুন শিখা (৫) ও বিথি আক্তার বাসনা (৩)।

বুধবার দুপুরের দিকে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, দুপুরে জগন্নাথপুর গ্রামের ২৫/৩০ জন নারী, পুরুষ ও শিশু ইঞ্জিনচালিত শ্যালো নৌকায় করে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের সুজা গ্রামের এক কবিরাজের বাড়ি যাচ্ছিল। নৌকাটি উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের কুমার ব্রিজের কাছে পৌঁছালে ঝড়ো ও দমকা বাতাসে সেটি উল্টে ডুবে যায়। এ সময় আশপাশের লোকজন নৌকা এনে তাদের উদ্ধার করলেও দুই শিশু নৌকার ভেতরেই ডুবে মারা যায়।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকাটাইমস/৫আগস্ট/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
এনবিআরের প্রথম সচিব তানজিনা রইসকে বরখাস্ত
কুমিল্লা বোর্ডের যে স্কুলে পাস করেনি কেউ
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা