করোনা প্রাণ কাড়ল বিয়ানীবাজারের নারী প্যানেল মেয়রের

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ আগস্ট ২০২০, ০৮:১৪
করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র রোশনা বেগম। (ছবি: সংগৃহীত)

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন সিলেটের বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোশনা বেগম।

শুক্রবার দিবাগত রাত ১০টার কিছু আগে সিলেট নগরের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুক্কুর এ তথ্য নিশ্চিত করে বলেন, প্যানেল মেয়র রোশনা বেগম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনার পাশাপাশি তিনি হৃদরোগ ও কিডনি রোগে ভুগছিলেন।

জানা যায়, ঈদের পরদিন (২ আগস্ট) অসুস্থতা নিয়ে রোশনা বেগম হাসপাতালে ভর্তি হলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়৷

বিয়ানীবাজার পৌরসভার মেয়র বলেন, একদিন আগেও রোশনা আপাকে হাসপাতালে গিয়ে দেখে এসেছি। তবে তিনি এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন কখনও ভাবিনি। আমাদের পরিষদের সকলের প্রিয় ছিলেন তিনি। তার মৃত্যুতে আমরা শোকাহত। আল্লাহ যেন তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন এটাই দোয়া করি।

ঢাকাটাইমস/৮আগস্ট/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :