যাত্রী নয়, প্রাইভেটকারে ফেনসিডিলের চালান

নিজস্ব প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২০, ২২:১৯| আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২২:৪৯
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুর বেঁড়িবাধ এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রাইভেটকার থেকে প্রায় দুই শ পিস ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃতরা হলেন, ফয়সাল ও লোকমান হোসেন।

বুধবার বিকাল সাড়ে চারটার দিকে র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে পারভেজ আরেফিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমারা জানতে পারি কুমিল্লা থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ হয়ে একটি মাদকের চালান গাবতলি যাবে। এরপর মাদক উদ্ধারে বেড়িবাঁধের উপরে র‌্যাব-২ বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ির গতিপথ পরিবর্তন করে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা সাদা রঙের দুটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের বাঙ্কার থেকে বস্তায় মোড়ানো বিশেষ কৌশলে প্যাকেট করা ১৯০টি ফেনসিডিল বোতল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা