বলিউডের উপর একতরফা আক্রমণ হচ্ছে: স্বরা

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ২০ আগস্ট ২০২০, ১১:০৭

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ নীতি নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে। এ বিষয়ে সবচেয়ে বেশি সরব আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে ইন্ডাস্ট্রির নয়া তারকা স্বরা ভাস্কর মনে করেন, স্বজনপোষণ নীতি বিষয়ে বলিউডকে একতরফা দোষারোপ করা হচ্ছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাজির হয়ে এই কথা বলেন নায়িকা।

স্বরার মতে, ‘যেকোনো বিষয়ে আলাপ আলোচনা খুব গুরুত্বপূর্ণ। তবে কথা বলা এক জিনিস, কিন্তু সেই কথার স্রোত যখন একতরফা অভিযোগ তোলা, আলটপকা মন্তব্য, ষড়যন্ত্রমূলক তত্ত্বের প্রচারে পর্যবসিত হয়, তখন আর কথার পর্যায়ে থাকে না। বলিউডে এই মুহূর্তে যা চলছে, তা সুস্থ কথা বলার পরিসর নয়। বলিউডের উপরে নাগাড়ে একতরফা আক্রমণ চালানো হচ্ছে।’

অভিনেত্রী বলেন, ‘প্রত্যেকেরই একটা কথা জেনে জানা উচিত যে, অনেক বিষয়েই উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া অভিযোগ তোলা হচ্ছে। যারা এসব করছে, এখানে তাদের ব্যক্তিগত স্বার্থও জড়িত। তাছাড়া টেলিভিশনের পর্দায় হাজির হয়ে অভিযোগগুলো করা হচ্ছে মানেই যে সেগুলো সত্যি, এমনটা মনে করার কোনো কারণ নেই।’

তিনি কোনো তারকার আত্মীয় নন এবং বলেউডে তার কোনো গডফাদার নেই উল্রেখ করে স্বরা বলেন, ‘আউটসাইডার হওয়ার পরেও কিন্তু এ বছর আমার একাধিক ছবি ও ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। আমি খুবই খুশি ও কৃতজ্ঞ। মুম্বাইয়ে আমি একাই থাকি। তার পরও প্রিমিয়াম ওটিটি প্ল্যাটফর্মে যখন পরপর কাজ পেয়েছি, তার জন্য গর্বিত।’

কাজের ক্ষেত্রে সম্প্রতি ‘ফ্লেশ’ নামে একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। সেখানে তাকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে। অপহৃত হওয়া একটি মেয়েকে খুঁজে বের করা যার দায়িত্ব। সিরিজটিতে নারীপাচার চক্র কীভাবে অপারেট করে, সেই চিত্র বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে। শিগগিরই এটি মুক্তি পাবে।

ঢাকাটাইমস/২০আগস্ট/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :