দেশের নেতৃত্ব গ্রহণে ছাত্রদের প্রতি স্থানীয় সরকার মন্ত্রীর আহ্বান

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫১

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় নেতৃত্ব দেয়ার উপযোগী হিসেবে নিজেদের গড়ে তুলতে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি একাধিকবার বাঙালি জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা করেছিল। জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনুকরণীয় উপমা হিসেবে গড়ে তুলেছেন। আজকের শিক্ষিত তরুণ প্রজন্মই আগামী দিনে বাংলাদেশকে মর্যাদার শিখরে নিয়ে যাবে।

সোমবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মনোহরগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, নবগঠিত কমিটির সহ-সভাপতি বেলায়েত হোসেন ইকবাল প্রমুখ।

আলোচনা শেষে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলা ছাত্রলীগের অধীনস্থ সব ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :