শেরপুরে তিন ইউপি চেয়ারম্যান-মেম্বার বরখাস্ত

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৩২
অ- অ+

শেরপুরের ঝিনাইগাতীতে চাল আত্মসাত ও টাকার বিনিময়ে ভিজিডি কার্ড বিতরণের অভিযোগে নলকুড়া ইউপির চেয়ারম্যান ও দুই মেম্বারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন- ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, ৭ নম্বর ওয়ার্ড মেম্বার খায়রুল এনাম চাঁন ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের নারী মেম্বার রহিমা বেওয়া।

সোমবার বিকালে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে ওই তিন চেয়ারম্যান-মেম্বারকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা ও দুই মেম্বারের বিরুদ্ধে ভিজিডির ১২৪টি কার্ডের বিপরীতে ১৮ মাস ধরে চাল তুলে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে সচ্ছল ব্যক্তিদের ভিজিডি কার্ড বিতরণ, জিআর চাল বিতরণের কপিকে ভিজিডি কার্ড গ্রহণের রিসিভ কপি বলে চালানোর অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ সব কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠি পেয়েছেন বিষয়টি স্বীকার করে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা বলেন, কিছু অসৎ লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ কাজ করিয়েছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে মন্ত্রণালয়ের নির্দেশ এরইমধ্যে কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইগাতীর ইউএনও রুবেল মাহমুদ ।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল
বাংলাদেশ আইসিসি থেকে সুখবর পেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা