জয়পুরহাটে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৫
অ- অ+

জয়পুরহাটে যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে খঞ্জনপুর পূর্বপাড়া স্পোটিং ক্লাবের উদ্যোগে মিশন মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার সালাম কবির। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম হক্কানী, সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ লেবু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইএম মাসুদ রেজা, সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত, পৌর কাউন্সিলর সাহেদুল আহসান সোহেল, খঞ্জনপুর পূর্বপাড়া স্পোটিং ক্লাবের সভাপতি আলম হোসেন উপস্থিত ছিলেন।

মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় পাকারমাথা ফুটবল একাদশ ৩-০ গোলে পাঁচবিবি মহিপুর মার্শাল ক্লাবকে পরাজিত করে। করোনার মধ্যেও সামাজিক দূরত্ব রেখে বিপুলসংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, যারা খেলাধুলা করেন, তাদের মন ভালো থাকে, তারা শান্তিতে থাকেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন। সুন্দর সমাজ গঠন করতে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান অতিথিরা।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফের পাহাড়ে বিপুল অস্ত্র ও মাদক জব্দ, অপহৃত ব্যক্তি উদ্ধার
প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা নাগরিক  
ডেমরায় গণধর্ষণ মামলার আসামি মিঠুন গ্রেপ্তার
মবের জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা