সৎ এবং নির্ভীক আলেম ছিলেন আল্লামা শফী: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:০৮

দেশের প্রবীণ আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)ড. বেনজীর আহমেদ।

পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক শোকবার্তায় আইজিপি বলেন, আল্লামা শাহ আহমদ শফী একজন সৎ এবং নির্ভীক আলেমে দ্বীন ছিলেন। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে তার আপোষহীন ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

আইজিপি মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ও তাঁর ভক্ত-অনুসারীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শুক্রবার রাতে বার্ধক্যজনিত কারণে ঢাকার আসগর আলী হাসপাতালে মারা যান আল্লামা শফী। ১০৩ বছর বয়সে মারা যাওয়া হেফাজতের আমির বাংলাদেশের কওমি মাদ্রাসাসমূহের শীর্ষ সংগঠন আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান, বেফাকুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান, আল-জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম মাদ্রাসার মহাপরিচালক ছিলেন।

শনিবার দুপুর ২টায় হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে প্রখ্যাত এই আলেমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মাদ্রাসার কবরস্থানে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হবে।

ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :