বরিশালে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির আদেশ

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:০২
অ- অ+

বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এসময় গৃহবধূর শ্বশুর ও দেবরের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মনির হোসেন বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার পরে তাকে পুলিশ পাহাবায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) ফয়জুল হক ফয়েজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৩ সালের ৬ জানুয়ারি মনির যৌতুকের দাবিতে নিজ বাড়িতে স্ত্রী মাকসুদা বেগমকে হত্যা করেন। এরপর মাকসুদা বেগমের ভাই অলিউদ্দিন বাদী হয়ে ৭ জানুয়ারি হিজলা থানায় হত্যা মামলা করেন।

মামলার এজাহারে ৫০ হাজার টাকা যৌতুক দিতে না পারায় কিল ঘুষি মেরে মাকসুদা বেগমকে হত্যার কথা উল্লেখ করা হয়। মামলায় মনির হোসেন ছাড়াও শ্বশুর শফী রাঢ়ী, শাশুড়ি রাশিদা বেগম ও দেবর নাসির রাঢ়ীকে আসামি করা হয়। এদের মধ্যে রাশিদা বেগম মারা গেছেন।

এ মামলায় ২০১৩ সালের ১৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ১৪ জনের সাক্ষ্য শেষে আদালতের কাছে স্বামী মনির হোসেন দোষী সাব্যস্ত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় শ্বশুর ও দেবরকে বেকসুর খালাস দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেক্সাসে হঠাৎ ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু শিশু
আন্দোলন এখন গলার কাঁটা, দিন কাটাচ্ছেন বহিষ্কার আর দুদক আতঙ্কে এনবিআর কর্মকর্তারা
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা