‘দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়তে নিরলসভাবে কাজ করছে আ.লীগ’

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৭
অ- অ+

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে দুর্নীতিমুক্ত-মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করছেন। আমরা তার নির্দেশনা অনুযায়ী মাদকমুক্ত-দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। দলীয় নেতাকর্মী কোনো সদস্য মাদক গ্রহণ করবে না, মাদক ব্যবসায় জড়িত হবে না, মাদকের সঙ্গে সম্পর্ক রাখবে না। আমরা সিরাজগঞ্জ ও কামারখন্দকে মাদকমুক্ত করেছি। আমরা বাংলাদেশকে মাদকমুক্ত করতে চাই। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের মাহমুদপুর মাদক নির্মূল কমিটির ৩য় বর্ষপূর্তি উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এমপি ডা. মিল্লাত আরো বলেন, প্রধানমন্ত্রী রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত আধুনিক দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছেন। ২০৪১ আসতে মাত্র ২১ বছর বাকি রয়েছে। আমরা এ সময়ের মধ্যেই দেশকে দুর্নীতিমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা উপযোগী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছি।

মাহমুদপুর মাদক নির্মূল কমিটির সভাপতি মো. আনছার আলীর সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাদক নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছেদের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধা আখতার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কে.এম হোসেন আলী হাসান, মোস্তফা কামাল খান, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল
বাংলাদেশ আইসিসি থেকে সুখবর পেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা