গফরগাঁওয়ে রেললাইনের পাশে দেড় ঘণ্টা পড়ে ছিল কিশোরটি

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৪
অ- অ+

ময়মনসিংহের গফরগাঁওয়ে ফের ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের কাটা পড়ে উপজেলার মশাখালী স্টেশন সংলগ্ন লেভেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রেললাইনের পাশে দেড় ঘণ্টা পড়ে ছিল ওই কিশোরের মরদেহ। সে সময় বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়।

নিহত কিশোরের নাম এনামুল (১২)। সে নেত্রকোনার পূর্বধলা উপজেলার মোখলেছ মিয়ার ছেলে বলে জানা গেছে।

মশাখালী স্টেশন কর্তৃপক্ষ, রেলপুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ অভিমুখী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন মশাখালী স্টেশনে যাত্রাবিরতি করে। যাত্রাবিরতি শেষে ট্রেনটি ছাড়ার পরপরই স্টেশনের প্লাটফর্ম থেকে ২০ গজ দূরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যায় এনামুল। এ সময় গুরুতর আহত এই কিশোর প্রায় দেড় ঘণ্টা রেললাইনের উপর পড়েছিল ।

খবর পেলেও রেলওয়ে কিংবা রেল পুলিশের কোন লোকজন তার সাহায্যে এগিয়ে আসেনি। তার পিতা জয়দেবপুর শহরে রিকশা চালান। পিতার কাছ থেকে সংসারের টাকা আনতে সে দুই দিন আগে জয়দেবপুর গিয়েছিল।

দেড় ঘণ্টা মৃত্যুর সাথে লড়াই করে সকাল সাড়ে ১০টার দিকে বিনা চিকিৎসায় সে মারা যায়।

দুপুর ১টার দিকে গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল্লাহ হিরু জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে গফরগাঁও স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে এক যুবককে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক প্রকাশ
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা