পল্লবীতে স্বামীর লিঙ্গ কর্তন, স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২০, ১৪:৩৭| আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৫:৩৭
অ- অ+

অন্য নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলে রাজধানীর পল্লবী এলাকায় এক ব্যক্তির লিঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। ওই ব্যক্তির নাম মনিরুল ইসলাম। বুধবার রাতে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে চিকিৎসা দেয়া হয়। বৃহস্পতিবার তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তার করা হয়। মনিরুল পল্লবী এলাকায় একটি পোশাকের কারখানায় কাজ করেন।

আহত মনিরুলের স্ত্রী আসমা আক্তার ঢাকাটাইমসকে জানান, আমি তার দ্বিতীয় স্ত্রী। প্রায় আট বছর আগে আমাদের বিয়ে হয়। তার আগের স্ত্রী দুই সন্তান নিয়ে যশোরের বেনাপোল এলাকায় থাকেন। আমরা মিরপুর ১২ নম্বরের মুসলিম বাজার এলাকায় বসবাস করি।

আসমা অভিযোগ করে বলেন, আমার স্বামী একাধিক মেয়ের জীবন নষ্ট করেছে। কয়েকদিন আগেও সে পোশাক কারখানা থেকে ১৪ বছর বয়সী একটি মেয়েকে এনে তার সঙ্গে অসামাজিক কার্যকলাপ করেছে। অনেক বুঝানোর পর কাজ হয়নি। পরে গতরাতে তার গোপনাঙ্গ কেটে দেই।

বুধবার রাতে মনিরুলকে ঢাকা মেডিকেলে নেয়ার পর সেখানকার চিকিৎসক জানিয়েছেন তার লিঙ্গের কাটা অংশ ছয় ঘণ্টার মধ্যে এনে দিলে তার জোড়া লাগানো যাবে। বৃহস্পতিবার সকালে আসামি আসমাকে পল্লবী থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত মনিরুল ইসলামকে বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর তার স্ত্রী আসমাকে পল্লবী থানা পুলিশের কাছে দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১অক্টোবর/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, ‘অনাহারজনিত মৃত্যু’ দাঁড়াল ২৯ জনে
ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম
সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জামায়াত আমিরের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা