করোনা আক্রান্ত শিক্ষা সচিব সিএমএইচে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২০, ১৫:২৯| আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৬:১১
অ- অ+

করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনর একান্ত সচিব মো. শাহজাহান তথ্যটি নিশ্চিত করেন। মো. শাহজাহান বলেন, ‘এতদিন বাসায় আইসোলেশনে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু প্রচন্ড জ্বর, ঠাণ্ডা কাশি ও পেটের পীড়ায় ভুগতে থাকায় আজ সকালে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।’

জানা গেছে, দেশে করোনা হানা দেয়ার পর থেকেই নিয়মিতভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন অফিস করতেন। সম্প্রতি শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। এরপর করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন শিক্ষা সচিব।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/টিএটি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন: প্রেস সচিব
অন্যের স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি, অতঃপর যা হলো এসআই মাহবুবের
শাহজালালে ১৫৭৭ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা