আলুর আগুন দমাতে নামছে টিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৮:৪২ | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২০, ১৮:৪০

আলুর দাম নিয়ে বাজারে অস্থিরতার মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় এই সবজিপণ্যটি বিক্রিতে মাঠে নামছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। রাষ্ট্রায়ত্ত সংস্থাটি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে প্রতি কেজি ২৫ টাকায় আলু বিক্রি শুরু করবে।

বাজারে নিত্যপণ্যের দামের উর্ধ্বগতি রুখতে আগে তেল, চিনি, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি করলেও এবারই প্রথম আলু বিক্রি করতে যাচ্ছে টিসিবি। সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে রবিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি টিসিবি আলু বিক্রি করবে বলে সাংবাদিকদের জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া দাম বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করবে। এই সপ্তাহের মধ্যেই টিসিবি আলু নিয়ে বাজারে নামবে। বাজারে যে আলু ৩০ টাকা করে ধরা হয়েছে তার চেয়েও ৫ টাকা কমে অর্থাৎ ২৫ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি। এছাড়া বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিকার দ্রুত মাঠে নামবে।

চাহিদার বিপরীতে বাজারে অতিরিক্ত থাকার পরও সম্প্রতি দেশে আলুর দাম বেড়েছে। বর্তমানে বাজারে আলু কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। দামের এই উর্ধ্বগতি ঠেকাতে সম্প্রতি ৩০ টাকা দাম নির্ধারণ করে দেয় কৃষি বিপনন অধিদপ্তর।

আলুর দাম নিয়ন্ত্রণে কঠোরভাবে মনিটরিং করতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনাও দেয়া হয়। তবে এরপরও বাজারে আলুর দাম কমেনি। এরইমধ্যে টিসিবির আলু বিক্রি করবে বলে খবর দিলেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, ‘কৃষি বিপণন অধিদপ্তর থেকে তিন স্তরে যে দাম নির্ধারণ করে দেয়া হয়েছে, সেটা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তারা কোল্ডস্টোরেজ পর্যায়ে ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা ও খুচরা পর্যায়ে ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে।’

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/বিইউ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

আজ শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বড় বড় খেলাপিরা সাত, আট, নয়বার করে ঋণ পুনঃ তফসিল করতে পারছে: ফরাসউদ্দিন

গতানুগতিক ভবন নির্মাণে পরিবেশের ক্ষতি হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

২১ মে ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেছেন শহীদ স্কোয়াড্রন লিডার জাওয়াদের পরিবার

সব জেলায় বইছে তাপপ্রবাহ, শনিবার থেকে বৃষ্টির আভাস

‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি বাস্তবায়নে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জেন্ডার সমতা-নারীর ক্ষমতায়নে ভূমিকা: মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রশংসা জাতিসংঘের আন্ডার সেক্রেটারির

উপজেলা নয়, এখন থেকে জেলাভিত্তিক হবে উন্নয়ন পরিকল্পনা

বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :