বিরামপুরে ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচি শুরু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২০, ১৪:৩৩

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দিনাজপুরের বিরামপুর উপজেলায় ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার টাটকপুর দাখিল মাদ্রাসা মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইদ্রিস আলী জানান, ভাইরাসজনিত সংক্রামক রোগ পিপিআর নির্মূলে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৮ হাজার ৪৫০টি ছাগল ও ২ হাজার ২৩০টি ভেড়াকে পিপিআর টিকা দেওয়া হবে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা, কাটলা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান, সিরাজুল ইসলাম, হরিহরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম, কাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, প্রাণিসম্পদ কার্যালয়ের ইউনিয়ন এআই মনোহর বাদশা, ইউনিয়ন ভ্যাকসিনেটর মন্ত্রী মুর্মু ও এলএসপি উম্মে হাবিবা প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :