আইসিডিডিআর,বি’কে কোভিড-১৯ টেস্টিং কিট দিল এলজি বাংলাদেশ

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৮:০১
অ- অ+

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) ঢাকা শাখাকে কোভিড-১৯ টেস্টিং কিট সরবরাহ করেছে এলজি ইলেট্রোনিক্স। ২২ অক্টোবর এই কিট সরবরাহ করা হয়।

কোভিড -১৯ এর সঠিক ফলাফল নির্ণয় করার জন্য এবং দেশের করোনা পরিস্থিতি উন্নয়নের জন্য এলজি বাংলাদেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

আইসিডিডিআর,বি’কে বিনামূল্যে কিট সরবরাহের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন, কর্পোরেট ব্র্যান্ডিংয়ের প্রধান হাসান মাহমুদুল, আই সি ডি ডি আর, বি-এর ভাইরোলজি ল্যাব বিভাগের প্রধান এবং সিনিয়র সাইন্টিস্ট, ড. মো. মোস্তাফিজুর রহমানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে ডি কে সন জানান, এলজি বাংলাদেশের লক্ষ্য, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা।

উল্লেখ্য, বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলে, এলজি বাংলাদেশ সমাজের অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে দুইটি প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছে। এরমধ্যে নারায়ণগঞ্জে ১৭৪ টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা হয়। এছাড়াও পঞ্চগড়ে ১৩৫টি পরিবারের মাঝে গবাদিপশু বিতরণের মাধ্যমে করোনায় প্রভাবিত বেশ কিছু মানুষকে এলজির পক্ষ থেকে সহায়তা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা