ফরিদপুরে ‘আমার জীবনের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ১৮:১৯
অ- অ+

ফরিদপুরে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সিআইপি ড. যশোদা জীবন দেবনাথের আত্মজৈবনিকমূলক ‘আমার জীবনের গল্প’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার রাতে শহরের ঝিলটুলী এলাকার অম্বিকা মেমোরিয়াল হলে দোতলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকনের সঞ্চালনায় বইয়ের মোড়ক উন্মোচন ও বক্তব্য দেন- সিআইপি ড. যশোদা জীবন দেবনাথ, মুক্তিযোদ্ধা পিকে সরকার, সাজ্জাদ হোসেন রনি, বিশ্বজিৎ সাহা তনু, অধ্যাপক মিজানুর রহমান মানিক প্রমুখ।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন,বই হলো জ্ঞানের প্রতীক, বই পড়ে কেউ কখনো দেউলিয়া হয় না,বই পড়ে আমরা সমসাময়িক কালের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ঘটনাবলী জানতে পারি।

তারা আরো বলেন, যশোদা জীবন দেবনাথের ‘আমার জীবনের গল্প’ বইটি শুধু জীবন দেবনাথের জীবন সংগ্রামের গল্পই নয়, তার সফলতা-ব্যর্থতার কাহিনীও বটে। তরুণ প্রজন্মের পাঠকরা বইটি পড়ে জীবনে সফলতা লাভের উপায় খুঁজে পেতে পারেন। বইটির পাঠকপ্রিয়তাও কামনা করেন তারা।

পরে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সাংবাদিকদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

(ঢাকাটাইমস/২৪অক্টেবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা