শেরপুরে বাঁশঝাড়ে মিলল রাজমিস্ত্রির লাশ

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২০, ২১:১৮
অ- অ+

শেরপুরের শ্রীবরদীতে সাকলাইন (৩০) নামে এক রাজমিস্ত্রিকে হত্যা করে লাশ বাঁশঝাড়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের পূর্ব ছনকান্দা গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজনদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ তাকে হত্যা করে গলায় রশি বেঁধে বাঁশের সাথে ঝুলিয়ে রাখে। নিহত সাকলাইন ওই গ্রামের মৃত মণ্ডল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত ১০টার দিকে বাড়ির পাশে ঈদগা মাঠ বাজারে সাকলাইন চা খেতে যায়। এ সময় চায়ের স্টলে তাকে আশপাশের লোকজনের সাথে কথা বলতে দেখেছে অনেকে। এরপর রাতে বাড়ি ফিরেনি সে। সকালে সাকলাইনের লাশ বাড়ির পাশের বাঁশঝাড়ে ঝুলতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে।

তারা আরো জানায়, বাঁশঝাড়ে যেখানে সাকলাইনের লাশ ঝুলেছিল তার নিচে ও আশপাশে রক্ত ছিল। তাই ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যার পর বাঁশঝাড়ে ঝুলিয়ে রাখা হয়েছিল।

নিহতের স্ত্রী পারভিন ও ছেলে সোহাগ মিয়া জানায়, তাদের প্রতিবেশী রাইস মিল মালিক আজগড় আলীর সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান। প্রতিপক্ষ সাকলাইনকে পরিকল্পিতভাবে হত্যা করে বাঁশঝাড়ে লাশ ঝুলিয়ে রেখেছে বলে তারা অভিযোগ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, লাশের সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মা-ছেলেমেয়েকে হত্যা: আড়াই ঘণ্টা অপেক্ষার পর আর ‘স্বীকারোক্তি দেননি’ বাচ্চু মেম্বার
আজ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১০- একটি অসমাপ্ত কবিতার ঘরে ফেরা
২৭ দিনে দেশে ফিরলেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, ১০ জুলাই পর্যন্ত ফিরতি ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা