বড়লেখায় পৌর নির্বাচনে মনোনয়ন দৌড়ে প্রার্থীরা

আশফাক জুনেদ, বড়লেখা (মৌলভীবাজার)
| আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৬:০৭ | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২০, ১৫:৩০

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এখনো তফসিল ঘোষণা হয়নি। ইতোমধ্যেই বড়লেখা পৌরসভার সব এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। তবে পৌরবাসীর মধ্যে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।

প্রার্থীরা বলছেন, নির্বাচনের যতই দিন এগিয়ে আসবে ততই নির্বাচনমুখী হয়ে উঠবে পৌরবাসী। সম্ভাব্য প্রার্থীরা মাঠে ময়দানে আগাম প্রচারে সরব হয়ে উঠেছেন। অনেকেই ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, কর্মী সমাবেশসহ নানাভাবে জনসংযোগ শুরু করেছেন। তবে সবচেয়ে বেশি মনোনয়ন নিয়ে তোড়জোড় শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা।

আওয়ামী লীগের হাফ ডজনের বেশি সম্ভাব্য প্রার্থী মাঠে নেমেছেন। মনোনয়ন পেতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের গোপনে চলছে তোড়জোড়। জাতীয় পার্টি ও জামায়াতের মেয়র প্রার্থীদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। তবে কিছু ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে রয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তাজ উদ্দিন, পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জেহিন সিদ্দিকী, বড়লেখা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, আওয়ামী লীগ নেতা আব্দুর নুর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন।

বিএনপির মনোনয়ন আলোচনায় রয়েছেন বড়লেখা পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা ফখরুল ইসলাম এবং পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন।

অন্যদিকে দলীয় মনোনয়ন ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে আলোচনায় রয়েছেন গত পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী জামায়াত নেতা খিজির আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল ইসলাম। মনোনয়ন প্রত্যাশীদের সবাই জানিয়েছেন দলীয় মনোনয়ন পেলে তারা ভোট যুদ্ধে থাকবেন।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :