মাস্ক না পরায় কারওয়ানবাজারে ১২ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২০, ১৫:২৪| আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৫:৪৯
অ- অ+
ফাইল ছবি

মাস্ক ব্যবহার না করার কারণে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ১২ জনকে এক হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলা অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এবং তাসফিয়া সুলতানা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ঢাকা টাইমসকে জানান, মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক হলেও সরকারঘোষিত এ নির্দেশনা মানছেন না অনেকেই। যারা নির্দেশনা মানছেন না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘মাস্ক ছাড়া বাইরে আসা যাবে না। এটা সরকারি নির্দেশ। এটি প্রতিপালন না করলে সরকার আরও কঠোর অবস্থানে যেতে পারে।’

জনস্বাস্থ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে ঢালাইয়ের সময় ছাদ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা