লা-লিগায় কার্ডিজ-ভ্যালেন্সিয়ার জয়োল্লাস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২১, ১০:০২| আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১১:৪১
অ- অ+

স্প্যানিস লা লিগায় গতকাল রাতে কার্ডিজ, ভ্যালেন্সিয়া এবং লেভেন্তে জয় পেয়েছে। ডেপোর্টিভ আলাভেসকে ১-৩ গোলে হারিয়েছে কার্ডিজ। ভ্যালেন্সিয়া ১-০ গোলে জিতেছে রিয়াল ভেল্লাদোলিদের বিপক্ষে। দিনের অন্য ম্যাচে ২-১ গোল ব্যবধানে লেভেন্তে এইবারকে হারিয়েছে।

আলাভাসের বিপক্ষে ম্যাচের ১৫ মিনিটে অ্যালেক্সের করা গোলে এগিয়ে যায় কার্ডিজ। তবে লিড বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয়নি। ২৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় আনেন জোসেলু। দ্বিতীর্য়ার্ধে যথাক্রমে ৫৬ মিনিটে লোজানো এবং ৬৮ মিনিটে আলাভারো নেগ্রেদোর গোল করলে ৩-১ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্ডিজ।

এদিকে এইবারের বিপক্ষে লেভেন্তের হয়ে একটি করে গোল করেন মোলেরো এবং মোরালেস। আর এইবারের হয়ে একমাত্র গোলটি করেন তাকাশি ইনুই। অন্যদিকে রিয়াল ভেল্লাদোলিদের বিপক্ষে ভিয়ারিয়ালের হয়ে ম্যাচে একমাত্র গোলটি করেন কার্লোস সলের।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা