প্রথম দিনে টিকা পেয়েছে এক লাখ ৯১ হাজার ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১, ১৩:০০
অ- অ+

ভারতে করোনাভাইরাস টিকাদানের প্রথম দিনে টিকা পেয়েছেন এক লাখ ৯১ হাজার জন। দেশটিতে মোট ৩ হাজার ৩৫১টি কেন্দ্র থেকে টিকা দেয়া হচ্ছে। প্রথম ভাগে টিকা পাচ্ছেন জরুরি ও স্বাস্থ্যসেবা কর্মীরা। ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন প্রথম দিন টিকাদান শেষ হওয়ার পর বলেছেন, 'আমি দারুণ হালকা বোধ করছি'।

ভারতের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, 'টিকা নেওয়ার পর কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়নি।' খবর দ্য ওয়ালের

এদিন দিল্লি এইমসের পরিচ্ছন্নতাকর্মী মনীশ কুমারকে টিকা দেয়ার সময় উপস্থিত ছিলেন হর্ষবর্ধন। তিনি বলেন, 'কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ওই টিকা হবে সঞ্জীবনী। আমরা এই লড়াইয়ে বিজয়ী হব।'

তিনি বলেন, 'গতবছর করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা অনেকাংশে বিজয় অর্জন করেছি। গত তিন-চার মাসে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে দেখা যায়, আমরা ধীরে ধীরে কোভিডের বিরুদ্ধে জয়লাভ করতে চলেছি।'

ভারতে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন নামে দু’টি টিকা দেয়া হচ্ছে। দু’টি প্রতিষেধকেরই দু’টি করে টিকা নিতে হবে। ভারত সরকার এখনও পর্যন্ত টিকা নির্মাতা দুই সংস্থা সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকের থেকে কিনেছে টিকার ১ কোটি ২০ লাখ ডোজ।

ঢাকা টাইমস/১৭জানুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা
সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই
আমাজনে কাজ করছে ১০ লাখ রোবট, মানবকর্মীদের চাকরি হারানোর শঙ্কা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা