হাঁসের মাংসের কালাভুনা

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২১, ১১:২৭| আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৫:৪৯
অ- অ+

বাঙালির অন্যতম প্রিয় খাবার হাঁসের মাংস। হাঁসের মাংস খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। শীতের আগমনের শুরু থেকে শেষ পর্যন্ত বেশ জমজমাটভাবে হাঁস খাওয়া হয়। শীতকালে হাঁসে বেশি চর্বি জমা হয়। এজন্য শীতকালের হাঁসের মাংস বেশ উপভোগ্য হয়। ভোজন রসিকদের জন্য শীতে হাঁসের মাংসের কালাভুনা রেসিপি দেওয়া হলো। অতিথি আপ্যায়নে বা যে কোন আড্ডায় হাঁসের মাংসের কালাভুনা সবাইকে নিয়ে উপভোগ করুন।

উপকরণ

হাঁস: একটি (১ কেজি বা বেশি)

পেঁয়াজকুচি: ১ কাপের বেশি

ধনেপাতা বাটা: ১ টেবিল-চামচ

টমেটো পিউরি: ১ টেবিল-চামচ

দারুচিনি: ৩/৪ টুকরা

আদাবাটা: ২ টেবিল-চামচ

রসুনবাটা: দেড় টেবিল-চামচ

মরিচগুঁড়া: ১ চা-চামচ

হলুদগুঁড়া ১ চা-চামচ

লবণ: পরিমাণমতো

তেল: আধা কাপের কম

পানি: প্রয়োজন মতো

বিশেষ মসলা

জয়ত্রি সামান্য। জিরা দুই চিমটি। এলাচি মাঝারি ৪/৫টি। লবঙ্গ ৮/৯টি । শুকনামরিচ ৩/৪টি মাঝারি। মেথি ২ চিমটি। তেজপাতা বড় একটা। পাঁচফোড়ন ২ চিমটি। গোলমরিচগুঁড়া ২ চিমটি।

এই মসলাগুলো কড়াইতে টেলে বেটে গুঁড়া করে নিতে হবে।

প্রণালি

হাঁস টুকরা করে কেটে ভালো করে ধুয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করে প্রথমে পেঁয়াজকুচি সামান্য লবণ এবং দারুচিনি দিন। ভাজুন এবং আগুন মাঝারি আঁচে রাখুন। পেঁয়াজকুচি একটু হলদে হয়ে এলে আদা ও রসুনবাটা দিন এবং ভাজুন। এবার লালমরিচগুঁড়া এবং হলুদগুঁড়া দিন। টমেটো পিউরি আর ধনেপাতাবাটা দিন। এককাপ পানি দিন এবং ভালো করে মিশিয়ে নিন। তারপর ভালো করে কষাণ। তেল উপরে উঠে আসলে ধুয়ে রাখা হাঁসের মাংস দিন। মাংস কষিয়ে নিন। মাংস নরম না হলে আরও এককাপ পানি দিতে পারেন। আগুন মাধ্যম আঁচে রেখে ঢাকনা দিন। মাঝে মাঝে নাড়িয়ে দিন। এবার সেই বিশেষ মসলামিক্স দিয়ে দিন। ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিন। ঝোল কেমন রাখবেন সেটা নিজেই সিদ্ধান্ত নিন। লবণ দেখুন, লাগলে দিন। শীতের ঠান্ডায় গরম গরম চালের রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/আরজেড/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না আওয়ামী লীগ’
হাসিনা-রেহানা জয়-পুতুলের নামে সমন বিজ্ঞপ্তির নির্দেশ
‘আরএমপি এখন রাজশাহী মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে জনগণের আস্থা’
ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : সিইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা