পাসপোর্টের কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২১, ১২:৫২

ভারতীয় এক নাগরিককে পাসপোর্ট প্রদান ও ঘুষ গ্রহণের অভিযোগে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তাকে (উপপরিচালক) জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ‘ঘুষ’ নিয়ে পরষ্পর যোগসাজশে ওই ভারতীয়কে বাংলাদেশি পাসপোর্ট দেয়ার অভিযোগ উঠেছে পাসপোর্ট অধিদপ্তরের ওই কর্মকর্তার বিরুদ্ধে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুর্নীতিবিরোধী সংস্থাটির উপ পরিচালক আবুবকর সিদ্দিক। প্রায় এক ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য বেলা ১২টায় সময় নির্ধারিত থাকলেও ওই কর্মকর্তা সকালেই দুদক কার্যালয়ে উপস্তিত হন। বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

এদিন একই কারণে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সংস্থাপন শাখার উপপরিচালক তারিক সালমানকে। তবে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও ডাটা সেন্টার-সেন্ট্রাল ডেমোগ্রাফিক মডিউলের উপ পরিচালক হালিমা খাতুন শম্পা উপস্থিত হননি।

একই অভিযোগে গত ১৭ জানুয়ারি বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের পাসপোর্ট ও ভিসা পরিদর্শন শাখার পরিচালক সাইদুর রহমান এবং বিভাগীয় পাসপোর্ট অফিস সিলেটের পরিচালক এ কে এম মাজহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও অসুস্থতার কারণ দেখিয়ে দুজনই সেদিন দুদক কার্যালয়ে হাজির হননি।

জিজ্ঞাসাবাদে উপস্থিত না থাকার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা ঢাকাটাইমসকে বলেন, পাসপোর্ট অধিদপ্তরের ওই দুই কর্মকর্তা নতুন চাকরিতে যোগ দিয়েছেন। তিনি নিজের ব্যাংক হিসাব বা অন্যান্য হিসাবও প্রদর্শন করেছেন।

ভারতীয়কে বাংলাদেশি পাসপোর্ট দেয়া সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা মেলার পর পাসপোর্ট অধিদপ্তরের এই দুই কর্মকর্তাসহ মোট চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য গত ১১ জানুয়ারি দুদক প্রধান কার্যালয়ের উপ পরিচালক মো আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এই চিঠি পাঠানো হয়।

দুদকের ওই তলবি নোটিশে বলা হয়েছে, পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণপূর্বক ভারতীয় নাগরিক হাফিজ আহমেদকে পাসপোর্ট প্রদান ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য শোনা প্রয়োজন।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এসআর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

হাসিনা-থাভিসিন দ্বিপাক্ষীক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক: টিআইবি

রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে ঢাকা-ব্যাংকক: পররাষ্ট্রমন্ত্রী

একযোগে আট বিভাগে সম্পন্ন হলো ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৭৬ বছরের রেকর্ড ভাঙছে তাপপ্রবাহ

তাপপ্রবাহে রেলের কর্মীদের জন্য ৫ নির্দেশনা

মানবসম্পদ উন্নয়নে উচ্চ শিক্ষার বিকল্প নেই: স্থানীয় সরকার মন্ত্রী

তাপমাত্রার মতোই বেড়েছে সবজি ও মাছ-মাংসের দাম

১৬ জেলায় তীব্র তাপপ্রবাহ, দুই জেলায় অতি তীব্র

বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :