ব্যাটিং নিয়ে চিন্তিত নন সাকিব

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২১, ১৮:৪২| আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৮:৪৪
অ- অ+

দীর্ঘ এক বছর পর গত নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব আল হাসান। ওই টুর্নামেন্টে বোলিং ভালো করলেও ব্যাটিং ভালো হয়নি সাকিবের। জেমকন খুলনার হয়ে ৯ ম্যাচে ১১০ রান করেছিলেন সাকিব।

করোনার পর বুধবার প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে বাংলাদেশ। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছে টাইগাররা। এই ম্যাচে সাকিব বল হাতে ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ও ব্যাট হাতে ৪৩ বলে ১৯ রান করে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন সাকিব।

এদিন ম্যাচের পর সাকিব বলেন, তিনি ব্যাটিং নিয়ে চিন্তিত নন। ঘরোয়া ক্রিকেটের ব্যাটিং তিনি হিসাবে আনেন না।

সাকিব আল হাসান বলেন, ‘সঠিক জায়গায় বল করার প্রতি মনোযোগ দিয়েছি। বাকিটুকু পিচ সহায়তা করেছে। সত্য কথা বলতে আমি ঘরোয়া ক্রিকেটের ব্যাটিং কাউন্ট করি না। ড্রেসিংরুমের বাইরের লোকজন ওসব বিষয় নিয়ে সমালোচনা করতে পারে। আমি মনে করি, আমি ভালো ব্যাট করছিলাম। সামনের ম্যাচে আরো ভালো করতে হবে। দীর্ঘ সময় পর খেলতে নেমে আমরা একটু নার্ভাস ছিলাম। আশা করি, সামনের ম্যাচেও ভালো কিছু হবে।’

(ঢাকাটাইমস/২০ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে: প্রেস সচিব
বিবিসি অনুসন্ধানী প্রতিবেদনে ৫ আগস্ট যাত্রাবাড়ীর ভয়াবহ ৩০ মিনিট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা