রূপগঞ্জে বৃদ্ধা খুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২১, ২১:৪২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাফিয়া বেগম (৭৮) নামে এক বৃদ্ধাকে গলাকেটে ও বুকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা সাফিয়া বেগম উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের জাঙ্গীর এলাকার শাহজালাল ভুইয়ার স্ত্রী। পরিবারের ধারণা, সঙ্গে থাকা স্বর্ণালংকার ছিনতাই করতে গিয়ে মাদকসেবী ও জুয়াড়িরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহত সাফিয়া বেগমের নাতনি জামাই জহিরুল ইসলাম জানান, তিনি সাফিয়া বেগমের একমাত্র মেয়ে ফেরদৌসী বেগমের মেয়ের ঘরে নাতনি সোনিয়া আক্তারের জামাই। তার বৃদ্ধ নানা শ্বশুর শাহজালাল ভুইয়া ও নানি শাশুড়ি সাফিয়া বেগম জাঙ্গীর গ্রামের নিজের বাড়িতে একটি মাটির ঘরে বসবাস করতেন। সাফিয়া বেগমের গলায় চেইন, হাতে চুড়ি ও কানে দুল পরনে ছিল। দুপুর দেড়টার দিকে দুর্বৃত্তরা সাফিয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে করে ও বুকে ছুরি মেরে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এসময় পরিবারের সদস্যরা সাফিয়া বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বসুন্ধরা এ্যাপোলো হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জহিরুল ইসলাম আরো জানান, নানা শ্বশুর শাহজালাল ভুইয়া ও নানি শাশুড়ি সাফিয়া বেগমের সঙ্গে এলাকার কারো কোন দিন বিরোধ ছিল না। বাড়ির আশপাশে মাদকসেবী ও জুয়াড়িদের আনাগোনা বেশি। সাফিয়া বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল নেই। তবে, হাতের চুড়ি পাওয়া গেছে।

পরিবারের লোকজন ধারণা করছে, মাদকসেবী ও জুয়াড়িরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

স্থানীয়রা জানান, সাফিয়া বেগমের বাড়ির পাশেই মাদকের বড় ধরনের স্পট রয়েছে। রয়েছে জুয়ার স্পটও। আর যারা এসবের সঙ্গে জড়িত রয়েছে, তারা এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। আর এদের গ্রেপ্তার করলেই হয়তো হত্যার রহস্য উদঘাটিত হবে।

এদিকে, একমাত্র কন্যা ফেরদৌসী বেগম ও স্বামী বৃদ্ধ শাহজালাল ভুইয়া সাফিয়া বেগমকে হারিয়ে প্রায় পাগলের মতো হয়ে গেছে। যারা এ ধরনের অপরাধ করেছে, তাদের চিহ্নিত করে এবং গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন পরিবারের লোকজন।

লাশের সুরতহাল করে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহাবুব বলেন, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, যে কোন মূল্যে হত্যার রহস্য উদঘাটন করে এবং হত্যায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :