আক্রান্ত ১০ কোটি ছুঁই ছুঁই, মৃত্যু ২১ লাখ ৩৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২১, ০৮:২৭
অ- অ+

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনা এখনো তাণ্ডব চালাচ্ছে সারাবিশ্বে। প্রতিদিন মৃতের তালিকাতে নাম উঠছে হাজার হাজার মানুষের। সংক্রমিতের তালিকাটাও কম দীর্ঘ হচ্ছে না। প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন অদৃশ্য ভাইরাসটিতে।

গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৫ হাজার ৫৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ৫০৬ জনের।

মহামারির শুরুর পর থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের তথ্য হালনাগাদ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এমনটা জানা গেছে।

তাদের সর্বশেষ তথ্য বলছে, সোমবার সকাল নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ২১৩ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২১ লাখ ৩৮ হাজার ৯৪২ জন।করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৭ কোটি ১৩ লাখ ৬৭ হাজার ৩৫৭ জন।

প্রাণঘাতী ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৫৭ লাখ ২ হাজার ১২৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ২৯ হাজার ৪৯০ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৩৫৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৫০৩ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৮ লাখ ৪৪ হাজার ৬০০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ১৭ হাজার ৮১ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০তম।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

২০২০ সালের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে অদৃশ্য ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ করোনার টিকা প্রদান শুরু করেছে।

ঢাকাটাইমস/২৫জানুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা