সৈয়দপুরে কাপ-আপ প্রকল্পের শিক্ষকদের কর্মশালা শুরু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২১, ২২:৫০
অ- অ+

নীলফামারীর সৈয়দপুরে ঢাকা আহ্ছানিয়া মিশনের “এডুকেশন সার্ভিসেস ফর আপ-লিফটমেন্ট অব আল্ট্রা-পুওর স্লাম ডুয়েলার্স প্রজেক্ট”-এর শিক্ষক ও সুপারভাইজারদের নিয়ে পাঁচ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রবিবার সকাল ৯টায় সৈয়দপুর শহরের গণ সাহায্য সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মণ্ডল।

জানা যায়, “কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশন” এর অর্থায়ানে পরিচালিত এ প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসের অধীনে শহরের সুবিধাবঞ্চিত ও ঝরেপড়া শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় ফিরে আনতে বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করা হবে। এ কর্মশালায় ২৫ জন শিক্ষক ও ছয়জন সুপারভাইজার ও একজন মনিটরিং অফিসার প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।

প্রধান অতিথি মো. শাহজাহান মণ্ডল বলেন, ‘সৈয়দপুরে এ প্রজেক্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও ঝরেপড়া শিশু শিক্ষার্থীদের পাঠদানের শিক্ষার মূলধারায় ফিরে আনতে যে উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এজন্য শিক্ষকদের অনেক ভূমিকা রয়েছে।’

তিনি আরো বলেন, এ কর্মসূচি সফল করতে হলে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও উদ্বুদ্ধ করতে হবে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা আহছানিয়া মিশনের “কাপ-আপ” প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর মো. নূরুল ইসলাম, সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার মো. আব্দুল করিম, মাস্টার ট্রেইনার তৌহিদুল ইসলাম পাটোয়ারী এবং মুসলিম এইড সৈয়দপুর অফিসের প্রিন্সিপাল (ট্রেনিং) রিপন মিয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ড পোর্টফোলিও ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন
শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে লঙ্কানরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা