আজও লেনদেনের শীর্ষে বেক্সিমকো

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৮| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৫
অ- অ+

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৫ টাকা ১০ পয়সা।

এ দিন কোম্পানিটির মোট ২৩৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সোমবার কোম্পানিটি দুই কোটি ৫২ লাখ ২৬ হাজার শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ছয় লাখ ৩০ হাজার ১৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৮ কোটি ১৪ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৫৪ টাকা ৭০ পয়সা।

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দুই কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৯৬১টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৮২ কোটি ৪৬ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ টাকা ১০ পয়সা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, তৌফিকা ফুডস লিমিটেড এবং বিডি ফাইন্যান্স লিমিটেড।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এসআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা