খাল দখল করে ভবন নির্মাণ

পটুয়াখালীর বাউফলে খালের জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগে উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার সদর ইউনিয়নের জৌতা-অলিপুরা খালের অলিপুরা বাজার সেতু-সংলগ্ন দক্ষিণ পাশের খালটি দখল করে ভবন তৈরি করছেন আবতের সরদার ও তার ভাতিজা আবদুল খালেক সরদার নামে ওই দুই ব্যক্তি।
এর আগেও ওই খালের অলিপুরা বাজার এলাকায় পাঁচ-ছয় ব্যক্তি খালের মধ্যে পাকা দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছেন। অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণেই অন্যরাও খালটি দখলের সাহস পাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, খালের মধ্যে পিলার নির্মাণের পর ওই দুই ভবণের মেঝে ঢালাইয়ের কাজ শেষ করা হয়েছে। তার ওপর কয়েকজন শ্রমিক ইটের গাঁথুনির কাজ করছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আবদুল খালেক সরদার জানান, তাদের জমি ভেঙে খালের মধ্যে চলে গেছে। তাদের জমিতেই তারা ভবন নির্মাণ করছেন বলেও তিনি দাবি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/পিএল)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

বাগেরহাটে ট্রাক-ট্রলি সংঘর্ষে চালক নিহত

ফরিদপুরে দলীয় নেতাকর্মীদের হাতে বিএনপি নেতা আহত

উল্লাপাড়ায় ট্রাক-মাইক্রোবাসে গাদাগাদি যাত্রী পরিবহন

রাজস্ব আদায় কমেছে চট্টগ্রাম কাস্টমসে

বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কায় ভ্যানচালক নিহত

রাজশাহীতে আনসার সদস্যকে হত্যার ঘটনায় বন্ধু আটক

ফরিদপুরে করোনায় আরো দুইজনের মৃত্যু

হেফাজতের জরুরি বৈঠক

ছেলে হত্যার বিচার চেয়ে উল্টো হয়রানিতে বীর মুক্তিযোদ্ধা
