হাঁটতে বেরিয়ে লাশ হলেন পুলিশ সদস্য

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১২:২১| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৫
অ- অ+

সকালে নাটোর পুলিশ লাইনস থেকে বের হয়ে শহরের দিকে হেঁটে যাচ্ছিলেন বিষ্ণুপদ পাল নামে এক পুলিশ সদস্য। জেলা সদরের বড়হরিশপুরে আসার পর একটি ট্রাক ধাক্কা দিলে সেখানেই প্রাণ হারান বিষ্ণুপদ পাল।

সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত বিষ্ণুপদ পাল বগুড়া সদর থানার সেকেরকোল গ্রামের অমুল্য পালের ছেলে ও নাটোর কোর্টের এপিএসআই পদে কর্মরত পুলিশ সদস্য।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন জানান, বিষ্ণুপদ পাল সকাল সাড়ে ছয়টার দিকে পুলিশ লাইনস থেকে বের হয়ে শহরের দিকে হেঁটে যাচ্ছিলেন। বড়হরিশপুর শ্মশান গেটের সামনে আসার পর একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পাশ দিয়ে যেতে থাকা দুটি শিশু বিষ্ণুপদ পালকে পড়ে থাকতে দেখে পুলিশ লাইনসের গেটে গিয়ে জানায়। খবর পেয়ে পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তামাকের কারণে প্রতিদিন ৪৪২ মৃত্যু ঠেকাতে ঢাবিতে প্রতীকী কফিন র‍্যালি
নতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার এবং সংবিধানের মাধ্যমে এগোতে হবে: নাহিদ ইসলাম
গুম সংক্রান্ত কমিশনে নিখোঁজ ২০০ ব্যক্তির তথ্য হস্তান্তর
কুমিল্লায় মা, মেয়ে ও ছেলে হত্যার ঘটনায় ৮ জনের তিনদিনের রিমান্ড 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা