ময়মনসিংহে সাংবাদিকদের প্রশিক্ষণ

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩০
অ- অ+

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে ময়মনসিংহে কর্মরত ৭০ জন সাংবাদিকের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষে ২৭ ফেব্রুয়ারি সাংবাদিকদের মাঝে সনদ তুলে দেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।

ময়মনসিংহ জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন সাংবাদিক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। শনিবার বিকালে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। এতে সভাপ্রধান ছিলেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।

ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সহসভাপতি এ জেড এম ইমামুদ্দিন মুক্তা, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের প্রতিবেদক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) জিলহাজ উদ্দিন নিপুনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের প্রতিক্রিয়া জানান ময়মনসিংহের দৈনিক মাটি ও মানুষ পত্রিকার বার্তা সম্পাদক বিল্লাল হোসেন প্রান্তসহ উপজেলার সাংবাদিকরা।

সমাপনী অনুষ্ঠানে জাফর ওয়াজেদ বলেন, সাংবাদিকতার সময় আজ পাল্টেছে। আধুনিক সাংবাদিকতায় তথ্য প্রাপ্তির চেয়ে তথ্য শতভাগ সঠিক রাখা জরুরি হয়ে পড়েছে। এখন সাংবাদিকতার মানোন্নয়ন সময়ের দাবি।

তিনি বলেন, সাংবাদিকতায় শহর আর মফস্বলের মধ্যে এখন আর পার্থক্য নেই। মফস্বলের সাংবাদিকরা এখন চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন। বর্তমান সরকার তাই নিজেদের অর্থায়নে সাংবাদিকদের প্রশিক্ষণ দিচ্ছে, যেটি পৃথিবীর কোনো দেশে নেই।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা