১১৪ কেজির বাগাড়, দাম এক লাখ ৩৭ হাজার

জেলেদের জালে ১১৪ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটির দাম ধরা হয়েছে এক লাখ ৩৬ হাজার ৮০০ টাকা। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা নদীতে মাছটি ধরা পড়েছে।
সোমবার সকালে মাছ ব্যবসায়ী শাহার আলী ওই বাগাড় মাছটি এক লাখ ১৭ হাজার টাকায় কিনেছেন। তিনি ১২০০ টাকা কেজি দরে মাছটি কেটে ভাগায় বিক্রি করছেন। মাছটি সরদারপাড়া বাজারে আনা হয়েছে। ইতোমধ্যে মাছটির ভাগা কেনার জন্য ৯০ জন আগ্রহ প্রকাশ করেছেন। তাদের তালিকা করা হয়েছে।
বাজারে এই বিশাল আকারের বাগাড় মাছটি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করছেন বলে জানা গেছে।
এর আগে শনিবার রাতে উপজেলার চিকাজানি ইউনিয়নের বাহাদুরাবাদ নৌ থানা পয়েন্টে যমুনায় ওই বাগাড়টি মাছটি ধরা পড়ে।
রোববার স্থানীয় মাছ ব্যবসায়ী সহিদুর রহমান ১১০০ টাকা কেজি দরে এক লাখ ২৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী সহিদুর রহমান বলেন, ১১০০ টাকা কেজি দরে আমি মাছটি ক্রয় করি। মাছটি পুল্যাকান্দী ব্রহ্মপুত্র নদীতে বেঁধে রাখা হয়। তবে বড় আকারের মাছ হওয়ায় ক্রেতা খুঁজে পাওয়া যায়নি। পরে মাইকিং করেও মাছটি বিক্রি করা যায়নি।
সোমবার সকালে মাছটি ব্যবসায়ী শাহার আলীর কাছে বিক্রি করা হয়।
মাছ ব্যবসায়ী শাহার আলী জানান, ওই বাগাড় মাছটি সরদারপাড়া বাজারে এনে ১২০০ টাকা কেজি দরে কেটে ভাগায় বিক্রি করা হচ্ছে। ইতোমধ্যে মাছটির ভাগা কেনার জন্য ৯০ জন আগ্রহ প্রকাশ করেছেন। তাদের তালিকা করা হয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম জানান, আবহমান কাল থেকেই যমুনা ও তৎসংলগ্ন নদীতে মাঝে মাঝেই এ ধরনের মাছ দেখতে পাওয়া যায়।
(ঢাকাটাইমস/১মার্চ/কেআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

মুন্সীগঞ্জে চাঁদার দাবিতে ডিসলাইন অফিসে তালা!

রাঙ্গুনিয়ায় কর্মহীন দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহীতে নকল ওষুধ কারখানার সন্ধান

বগুড়ায় ট্রাকচাপায় অটো যাত্রী নিহত, আহত ৩

ভোলার মাথাবিহীন দুই লাশের পরিচয় মিলেছে, গ্রেপ্তার ৩

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় মা-ছেলে নিহত

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

গাজীপুরে গুম-খুনের ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

করোনাকালে মানুষের পাশে দাঁড়ানো ইমানি দায়িত্ব: আ জ ম নাছির
